এইদিন ওয়েবডেস্ক,ফ্রান্স,১৪ মার্চ : ফ্রান্সের লিয়নের ৮ তম অ্যারোন্ডিসমেন্টের একটি অ্যাপার্টমেন্টে রবিবার সকাল ৬ টায় তল্লাশি অভিযানের সময় এক কিলো টিএটিপি, একটি খুব শক্তিশালী গৃহনির্মিত বিস্ফোরক, সেইসাথে ইসলামি জিহাদের বেশ কিছু বই খুঁজে পেয়েছে নিরাপত্তা বাহিনী । পুলিশ ওই ফ্লাটে বসবাসকারী এক মুসলিম দম্পতিকে গ্রেফতার করেছে ।
ইউরোপ ১ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লিওনে একজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে । সামাজিক নেটওয়ার্ক, বিশেষ করে স্ন্যাপচ্যাটের মাধ্যমে বিক্রির জন্য অফার করার উদ্দেশ্যে মহিলাটি বিস্ফোরক তৈরি করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তার আগেই আরএআইডি ( RAID) এবং ডেমিনারস (deminers) গত রবিবার সকাল ৬ টা নাগাদ হানা দেয় তাদের ফ্লাটে । অনুসন্ধানের সময়, কমপক্ষে এক কিলো টিএটিপি, একটি খুবই শক্তিশালী গৃহনির্মিত বিস্ফোরক পাওয়া গেছে । বিস্ফোরকটি এতটাই বিপজ্জনক ছিল যে কোনো ঝুঁকি না নিয়ে বোম্ব স্কোয়াড দ্রুত এটি নিষ্ক্রিয় করে । এছাড়া দুটি মোবাইল ফোন, একটি ভুয়া পরিচয়পত্র এবং সালাফিবাদী সাহিত্যের একটি পুস্তিকাও বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশ দম্পতিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।।