এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৮ আগস্ট : সরকার পরিচালিত স্কুলগুলিতে পড়ুয়াদের ঢিলেঢালা, পূর্ণ দৈর্ঘ্যের পোশাক ‘আবায়া’ পরা নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স । রবিবার আটাল টিভি চ্যানেল টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন,’আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্কুলে আর আবায়া পরা যাবে না । আপনি যখন একটি শ্রেণীকক্ষে প্রবেশ করেন, তখন শুধুমাত্র তাদের পোশাক দেখে পড়ুয়াদের ধর্ম শনাক্ত করতে পারবেন না ।’ গ্রীষ্মের ছুটির পরে স্কুলে ফিরে আসার আগে ইসলামি পোশাকের উপর নিষেধাজ্ঞা লাগু হবে বলে তিনি জানান ।
প্রসঙ্গত,২০০৪ সালে,স্কুলের মধ্যে মাথায় স্কার্ফ নিষিদ্ধ করেছিল ফ্রান্স এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যা দেশের ৫ মিলিয়ন মুসলিম সম্প্রদায়ের একাংশকে ক্ষুব্ধ করেছিল । এবার ফ্রান্সে মুসলিম ছাত্রীদের আবায়া পোশাক পরা নিষিদ্ধ করা হবে । কিছু মুসলিম ছাত্রী এখনো আবায়া পরে স্কুলে আসছে। কর্মকর্তারা বলছেন, ফ্রান্সের স্কুলগুলোতে কঠোর ধর্মনিরপেক্ষ আইন বলবৎ রয়েছে। কিন্তু আবায়া পরে স্কুলে আসা এই আইনের লঙ্ঘন। এ কারণেই এখন এই পোশাক নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে ।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে স্কুল খুলছে। তবে তার আগে জাতীয় পর্যায়ে সব স্কুলের প্রধানদের পরিষ্কার নিয়ম বলে দেওয়া হবে । সাধারণত ফ্রান্সে এই ধরনের সিদ্ধান্তের পর অনেক বিতর্ক হয়েছে । বিশেষ করে বামপন্থী থেকে শুরু করে ফরাসি সমাজের একাংশে এনিয়ে বিরোধ প্রদর্শন করেছে । ফের তারা দেশের মুসলিমদের সাথে নিয়ে জলঘোলা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে ।।