এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৪ ডিসেম্বর : ২০১৬ সালের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার অভিযোগে অভিযুক্ত ৮ সন্ত্রাসবাদীকে মঙ্গলবার জেলে পাঠালো ফরাসি আদালত । সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন মহিলা । বিচারক তাদের দুই থেকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন । প্রসিকিউটররা স্বীকার করেছেন যে তাদের সকলেরই শুধু সন্ত্রাসবাদের সাথে সুস্পষ্ট সম্পর্কই ছিল না বরঞ্চ ওই দিনের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তারা প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিল ।
ওই বছর ১৪ জুলাই রাতে ফ্রান্সের জাতীয় ছুটি উদযাপন করতে হাজার হাজার মানুষ ভূমধ্যসাগর উপকূলে নিসের বিখ্যাত বোর্ডওয়াকে জড়ো হয়েছিল আতসবাজি দেখার জন্য । সেই সময় এক সন্ত্রাসবাদী ভিড়ের মধ্যে একটি ১৯ টনের ট্রাক বেপরোয়া গতিতে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল । তারপর চার মিনিট ১৭ সেকেন্ড ধরে সে একের পর এক মানুষকে পিষে দিতে থাকে । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ৮৬ জন নিরীহ নাগরিক । নিহতদের মধ্যে ৩৩ জন বিদেশী এবং ১৫ জন শিশু । আহত হয় ৪৫০ জনেরও বেশি মানুষ । শেষে ফরাসি পুলিশ তিউনিসিয়ান মোহাম্মদ লাহোয়াইজ বুহলেল(Mohamed Lahouaiej Bouhlel) নামে ওই সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে ।
তাকে সহায়তা করার জন্য ইতিপূর্বেই দুই সন্ত্রাসবাদীকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল । তাদের নাম মোহাম্মদ ঘ্রায়েব এবং চোকরি চাফরাউড । গণহত্যার আগে নিহত সন্ত্রাসবাদীর সঙ্গে তাদের ফোন কল এবং টেক্সট বার্তার রেকর্ড খতিয়ে দেখে সন্ত্রাসবাদী হামলায় তাদের প্রত্যক্ষ যোগসূত্র পায় পুলিশ ।
তিউনিসিয়ার লাহোয়াইজ-বুহেল শহরের বাসিন্দা ৪৭ বছর বয়সী ঘ্রায়েব এবং ৪৩ বছর বয়সী তিউনিসিয়ান চাফ্রউডের বিরুদ্ধে ডেলিভারি ট্রাক ভাড়া দিয়ে লাহোয়াইজ বুহলেলকে সাহায্য করে বলে জানতে পারে পুলিশ । অন্যদিকে তদন্তে পুলিশ জানতে পারে রামজি আরেফা (২৮) নামে অপর এক জঙ্গি লাহোয়াইজ- বুহেলকে একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বিক্রি করেছিল । পুলিশের হাতে ধরা পরার পর জেরায় সে পিস্তল বিক্রি করার কথা স্বীকারও করে । তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত । অন্য পাঁচজনের মধ্যে একজন তিউনিসিয়ান এবং চারজন আলবেনীয় । তাদের অস্ত্র পাচার বা অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দুই থেকে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে । অন্য এক সাজাপ্রাপ্ত হল তিউনিসিয়ায় বিচার বিভাগীয় হেফাজত থেকে পালিয়ে যাওয়া ব্রাহিম ত্রিতরু । এই হামলায় ইসলামিক স্টেট গোষ্ঠী পরে তাকে তাদের একজন অনুসারী বলে দাবি করে ।।