এইদিন ওয়েবডেস্ক,২০ এপ্রিল : হামবুর্গকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মত জার্মান কাপের ফাইনালে গেল ফ্রেইবার্গ । অন্যদিকে লটারো মার্টিনেজের জোড়া গোলে প্রতিপক্ষ এসি মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতালীয় কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান ।
মঙ্গলবার হামবুর্গ-ফ্রেইবার্গ ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যেই পরপর গোল করেন ফ্রেইবার্গের স্ট্রাইকার নিলস পিটারসেন, নিকোলাস হোফেলার এবং ভিনসেঞ্জো গ্রিফো । খেলা শেষ হওয়ার আগে হামবুর্গের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন রবার্ট গ্ল্যাটজেল । আগামী ২১ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল ম্যাচ । যেখানে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়নকে । কারণ ফ্রেইবার্গ যেমন এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলেনি, তেমনি অপর সেমি-ফাইনালের দুই প্রতিদ্বনন্দ্বী ইউনিয়ন বার্লিন ও আরবি লিপজিগেরও ফাইনালে খেলার পূর্ব অভিজ্ঞতা নেই । শেষ চারে যাওয়া ক্লাবগুলোর মধ্যে একমাত্র হামবুর্গ এর আগে ট্রফি ঘরে তুলেছে । শেষ বারের মত তারা ট্রফি জেতে ১৯৮০ সালে ।
অন্যদিকে ইতালীয় কাপের সেমিফাইনালে এসি মিলান ও ইন্টার মিলান ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে ইন্টার মিলান। মাত্তেও ডার্মিয়ানের ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে ভলির সাহায্যে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা মার্টিনেজ । ম্যাচের ৪০ মিনিটের মাথায় জোয়াকুইন কোরেয়ারার পাশে ফের গোল করেন মার্টিনেজ । এসি মিলানের গোল রক্ষক মাইক ম্যাগনানের মাথার উপর দিয়ে বেশ ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দেন তিনি । ম্যাচের ৮২ মিনিটে আক্রমনে মার্সেলো ব্রজোভিচের ক্রসের বল জালে জড়িয়ে দেন বদলি খেলোয়াড় রবিন গোসেন্স । শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে ইন্টার মিলান । ফাইনালে জুভেন্টাস অথবা ফিওরেন্টিনার মোকাবেলা করবে সিমোন ইনজাগির শিষ্যরা ।।