ধ্বজা লাগাও সংবাদ পাঠাও পবনপুত্রকে, কেউ যদি অর্জুন হওয়ার সাহস না রাখে তবে আমিই নামবো যুদ্ধ ক্ষেত্রে, সারথী কৃষ্ণ না বরং এবার থাকুক পঁয়ষট্টি মুখ বিশিষ্ট সদাশিব। যুদ্ধের ডাক দাও কলিকে হুঙ্কার দাও সেসব মানবকে যারা শকুনি, আমার পক্ষে থেকে আমার বিরুদ্ধে ছল করে, তাদের বলে দাও আমি তৈরি।
অভিমুন্যর বীরত্বের কাহিনী পুনরায় রচনা করতে হবে,মহাভারতের দৃশ্য পুনরায় কলির বুকে গাঁথতে হবে। সহ্যের সীমা অতিক্রম করে ভস্ম হচ্ছে, ক্ষেত্র লঘুতে হোলি খেলতে চায়, সমাধিতে গুমড়ে থাকা তরোয়াল ইনসাফ চাইছে,পুনরায় জন্ম নিতে চায়।
আমার পাণ্ডবরা ভয়ে শিউরে ওঠে,তাদের প্রতিশোধ চায় আমার অন্তর,অর্ধনগ্ন ভয়ঙ্করীকে বলো খড়্গ হাতে আমার সাথ দিতে। অমাবস্যাকে চিবিয়ে খেতে এগিয়ে আসুক পূর্ণিমার ব্রহ্মাস্ত্র। ক্ষণে ক্ষণে এই অত্যাচার, প্রেমকে শেষ করে অট্টহাসি বিষাক্ত হিংস্র প্রবৃত্তির মানুষদের ধ্বংসের সময় এসেছে,গরীবের পিঠের ছাল তুলে,মুখের ভাত মুখ থেকে কেড়ে, বড় বড় অট্টালিকার ভিড়ে হারিয়ে যাওয়া মানুষদের ভস্ম করতে হবে।।