এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৯ নভেম্বর ঃ করোনা পরিস্থিতির মাঝেই নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ নিলেন হুগলি জেলার চন্দননগরের এক ফিজিওথেরাপিস্ট । জানা গেছে, শুধু স্বাস্থ্য পরীক্ষাই নয়,দুঃস্থ রোগীদের বিনামুল্যে ওষুধ বিলির পাশাপাশি ইসিজি ও রক্তের বিভিন্ন পরীক্ষারও ব্যাবস্থা করেন হুগলি জেলার চন্দননগরের পঞ্চাননতলা পদ্মপুকুরের বাসিন্দা ফিজিওথেরাপিস্ট রতন কুমার চট্টোপাধ্যায় । শনিবার চন্দননগরের কলপুকুর জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গনে করোনা বিধি মেনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটির আয়োজন করা হয়। স্থানীয় ওই পুজো কমিটির সদস্যরা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন । চুঁচড়া,ভদ্রেশ্বর, জগদ্দল কাঁঙ্কিনাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক রোগী স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসা করাতে আসেন বলে জানা গেছে ।
ফিজিও থেরাপিস্ট রতন কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি প্রতি বছরেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকেন । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । মুলত তাঁর অনুরোধেই সম্পুর্ন বিনা পারিশ্রমিকে রোগীদের চিকিৎসা করেন কলকাতার এনআর এসের প্রাক্তন চিকিৎসক ডঃ সুকান্ত কুমার গাঙ্গুলী ছাড়াও ডঃ মহুয়া মহান্তি ও ডঃ রুপঙ্কর মুখোপাধ্যায়ের মত অভিজ্ঞ চিকিৎসকরা । রোগীদের নিখরচায় ইসিজি, কয়েক রকম রক্ত পরীক্ষার ব্যাবস্থা করা হয় । পাশাপাশি রোগীদের বিনামুল্যে ওষুধও দেওয়া হয় ।
ডঃ সুকান্ত কুমার গাঙ্গুলীর সহযোগী রাজা চক্রবর্তী বলেন, ‘রোগীদের বিনামুল্যে ওষুধ দেওয়ার জন্য রতনবাবু এলাকার ওষুধের দোকানে ঘুরে ঘুরে ওষুধ সংগ্রহ করে রেখেছিলেন। এছাড়া আমরাও বিভিন্ন ওষুধের কোম্পানীর কাছ থেকে ফিজিসিয়ান স্যাম্পেল সংগ্রহ করে রেখে দিয়েছিলাম । এই মহামারীর মাঝে এলাকার মানুষকে পরিষেবা দিতে পেরে আমরা গর্বিত।’ সেই সঙ্গে তিনি বলেন,’বর্তমান পরিস্থিতিতে রোগীদের যাতে কিছুটা সাশ্রয় হয় তার জন্য আমার স্যার ডঃ গাঙ্গুলী অর্ধেক পারিশ্রমিকে চিকিৎসা করবেন বলে ঘোষনা করেছেন। শিবিরে আগত রোগীদের যাতে এই সুবিধা পেতে অসুবিধা না হয় তাই স্যারের নির্দেশে তাঁদের একটা করে টোকেন দেওয়া হয়েছে ৷’।