আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৯ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু-১ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ও একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল ঝিলু গ্রামে । মঙ্গলবার এই শিবিরে মূলত হৃদরোগের চিকিৎসা করা হয় । বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ এন কে লাল যাদব এদিন রোগীদের চিকিৎসা করেন । চিকিৎসার পাশাপাশি নিখরচায় ইসিজি,রক্ত শর্করা প্রভৃতি পরীক্ষার ব্যাবস্থাও করা হয় । এদিন ১৫০-২০০ জন গ্রামবাসী এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে আসেন বলে জানা গেছে ।
ডঃ এন কে লাল যাদব বলেন, ‘বর্তমানে ৬০ শতাংশ মানুষের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । কারন সঠিক সময়ে সঠিক চিকিৎসা হচ্ছে না । দরিদ্র পরিবারের মানুষ অর্থাভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন না । ফলে তাঁর গ্যাসের সমস্যা নাকি হৃদরোগ তা জানতেই পারছেন না । তাই এলাকার দরিদ্র মানুষদের স্বার্থে আমাদের হাসপাতালের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।’
পাশাপাশি তিনি বলেন,’শুধু বিনামূল্যে শিবিরই নয়, যদিও কারোর হৃদযন্ত্রে কোনও সমস্যা ধরা পড়ে তাহলে তাঁদের পরবর্তী চিকিৎসা ব্যাবস্থাও আমাদের হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে । ওই রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে গিয়ে লিপিড প্রোফাইল, ইকো কার্ডিওগ্রাম,অ্যাঞ্জিওপ্লাস্টি করাচ্ছি । রোগীকে হৃদরোগে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলছি ।’ রোগীর যাবতীয় চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই করা হবে বলে তিনি জানান ।।