এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ জুন : মালদা শহরে জবরদখলমুক্ত অভিযান চালালো ইংরেজবাজার পুরসভা । ভেঙে ফেলা হলো মালঞ্চ পল্লীতে ৩৫ নম্বর জাতীয় সড়কের ধারে হাইড্রেনের উপর গজিয়ে ওঠা একাধিক দোকানপাট । বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই দখলমুক্ত অভিযান ।
মালদা শহর এলাকার একাংশের জল নিকাশির জন্য রথবাড়ি থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত একটি হাইড্রেন রয়েছে । ওই ড্রেনের উপরেই বেশ কিছুদিন গজিয়ে উঠেছিল একাধিক দোকানপাট । ড্রেনের উপর কার্যত একটি ছোটখাটো বাজার বসে গিয়েছিল । এদিকে ক্রেতা-বিক্রেতাদের পরিত্যক্ত সামগ্রী ওই ড্রেনের মধ্যেই ফেলা হত বলে অভিযোগ । তার জেরে বুজে গিয়েছিল শহর এলাকার অন্যতম প্রধান ওই নিকাশি নালাটি । এদিকে টানা কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টিপাত চলছে । কিন্তু মূল ড্রেনটি বুজে থাকার কারনে শহরের বিভিন্ন এলাকার জল নিকাশি ঠিকমত হচ্ছিলনা ।
বিষয়টি নজরে আসার পরেই এদিন ড্রেনের উপরে গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করে ইংরেজবাজার পুরসভা । ইতিমধ্যে হাসপাতাল চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করেছে পুরসভা । তারই অঙ্গ হিসাবে এদিন মালঞ্চ পল্লী ৩৫ নম্বর জাতীয় সড়কের ধারে হাই ড্রেনে ওপর থাকা অবৈধ দোকানপাট ভেঙে ফেলা হয় ।।