দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১০ নভেম্বর : ভাতারের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ভোলানাথ সেনের ১০২ তম জন্মদিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির সহ এক গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হল । ভাতার ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে গান্ধী কালচারাল এন্ড এডুকেশনাল সেন্টার প্রাঙ্গনে আয়োজিত আজ শুক্রবার সকাল থেকে প্রায় দিনভর অর্ধ শতাধিক দুঃস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় । এদিনের শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন বর্ধমানের লায়ন্স ক্লাবের চক্ষু বিশেষজ্ঞ ডঃ অরূণ ভট্টাচার্য,ডঃ রাজকুমার লাহা ও ডঃ অভিজিত ব্যানার্জি ।
বর্ধমানের লায়ন্স ক্লাবের সভাপতি সঞ্জয় গুপ্তা ও প্রাক্তন সভাপতি উদয় দত্ত জানিয়েছেন, যে সমস্ত রোগীর চোখের ছানি অস্ত্রোপচার করার প্রয়োজন তাদের বিনামূল্যে বিভিন্ন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে । এছাড়া একটা নির্দিষ্ট দিনে ভাতার থেকে রোগীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নিখরচায় চোখের ছানির অস্ত্রপচার করা হবে । ভবিষ্যতেও নিয়মিত ব্যবধানে ভাতারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাঁরা ।
এদিন চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি গান্ধী কালচারাল সেন্টার প্রাঙ্গনে ক্যারাটের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল । পাশাপাশি এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৭ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয় । সন্ধ্যার দিকে স্থানীয় শিল্পিদের নিয়ে আয়োজন করা হয়েছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাতার ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জি, কার্যকরী সভাপতি হাজী সারাফত ফৌজদার,সম্পাদক প্রদ্যোত পাল ও সদস্য মধুসূদন কোঁয়ার প্রমুখ ।।