এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ মে : পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে এক তৃণমূল নেতার কাছ থেকে ২০ হাজার টাকা প্রতারণার ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । প্রতারিত তৃণমূল নেতার নাম মহম্মদ হোসেন ওরফে বুলু মিঞা । তাঁর বাড়ি ভাতার থানার ওড়গ্রামে । বৃহস্পতিবার বিকেলে এনিয়ে তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, ভাতার থানার মেজোবাবু পরিচয় দিয়ে এক প্রতারক চক্র তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা প্রতারিত করেছে ।
মহম্মদ হোসেন ভাতার ব্লকের সাহেবগঞ্জ-২ অঞ্চল তৃণমূলের সভাপতি । বৃহস্পতিবার বিকেলে তিনি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ,এদিন সকাল প্রায় পৌনে দশটা নাগাদ একটি অচেনা নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে । ওই ব্যক্তি নিজেকে থানার মেজোবাবু পরিচয় দেয় । তারপর সে এলাকার একটি ঝামেলার বিষয় নিয়ে তাঁর সঙ্গে কিছুক্ষন কথা বলে ফোন রেখে দেয় । মিনিট দশেক পরেই ওই ব্যক্তি একই নম্বর থেকে ফোন করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা চায় । বলে জরুরি প্রয়োজন তাই এখুনি ফোনপে’র মাধ্যমে যেন টাকাটা পাঠিয়ে দেওয়া হয় । এরপর তিনি টাকার জোগাড় করতে বেড়িয়ে যান । সেই সময় অন্য আর একটা নম্বর থেকে ফোন করে আরও একজন নিজেকে মেজোবাবুর ছেলে বলে পরিচয় দেয় । সে জানায় আরও ১০ হাজার অর্থাৎ মোট ২০ হাজার টাকা পাঠাতে হবে ।
মহম্মদ হোসেন বলেন, ‘বুধবার আমার এলাকায় একটি ঝামেলা হয়েছিল । প্রথমে সেই প্রসঙ্গে কথাবার্তা বলায় প্রথম ব্যক্তিকে আমি থানার মেজোবাবু বলেই বিশ্বাস করেছিলাম । টাকা পাঠানোর পরেও ফের তার ফোন আসে । বলে ওই ২০ হাজার টাকা কিছুক্ষনের মধ্যেই সে ওড়গ্রামে গিয়ে ফেরত দিয়ে আসবে । তাই অচেনা নম্বর হলেও ওই ব্যক্তির কথা আমি বিশ্বাস করেছিলাম । কিন্তু পরে বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি ।’
জানা গেছে, কথামত নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর টাকা ফেরতের কোনও লক্ষ্মণ না দেখে ওড়গ্রাম পুলিশ ফাঁড়িতে যান মহম্মদ হোসেন । সেখানে পরিচিত এক পুলিশ কর্মীকে ঘটনার কথা খুলে বলেন । তখন মহম্মদ হোসেনের কাছে পরিষ্কার হয়ে যায় তিনি প্রতারিত হয়েছেন । এরপর এনিয়ে নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন । ফোনের সুত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।