এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০১ নভেম্বর : শিলিগুড়ির একটি নার্সিং হোমে চাকরি করে দেওয়ার নামে তিন তরুনীর কাছ থেকে উত্তরকন্যায় কর্মরত মইনুল রহমান নামে এক নিরাপত্তারক্ষী টাকা নিয়েছিল বলে অভিযোগ । এই প্রতারণার ঘটনায় মইনুলের সহকর্মী বিষ্ণুপদ গুপ্তও জড়িত রয়েছে বলে অভিযোগ । তরুনীরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে উত্তরকন্যা কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশকে ঘটনার কথা জানান । অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ বিষ্ণুপদ গুপ্তকে গ্রেপ্তার করেছে । তবে এই প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত মইনুল রহমান চম্পট দিয়েছে । নিউ জলপাইগুড়ি পুলিশ তাকে খুঁজছে ।
জানা গেছে,ধৃত বিষ্ণুপদ গুপ্ত ও তার সহকর্মী মইনুল রহমানের বাড়ি ফুলবাড়ি এলাকায় । তারা দীর্ঘদিন ধরে উত্তরকন্যায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন । অন্যদিকে প্রতারিত তিন তরুনীর বাড়ি জলপাইগুড়িতে । শিলিগুড়ির একটি নার্সিংহোমে চাকরি দেওয়ার নাম করে ওই তিন তরুনীর কাছ থেকে টাকা নিয়েছিল মইনুল । তরুনীদের আজকেই নার্সিংহোমে কাজে লাগিয়ে দেওয়ার কথা বলেছিল সে । সেই কারনে মইনুল এদিন ওই তিন তরুনীকে উত্তরকন্যায় এসে বিষ্ণুপদ গুপ্তের সঙ্গে দেখা করতে বলে । হতদরিদ্র পরিবারের ওই তিন তরুনী যথারীতি উত্তরকন্যায় আসেন । কিন্তু তারা মইনুল রহমানকে বারবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি । ফলে তরুনীরা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছে । এরপর তারা উত্তরকন্যা কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হন । এদিকে অভিযোগ পেতেই প্রতারকদের ধরতে উত্তরকন্যায় হানা দেয় নিউ জলপাইগুড়ি পুলিশ । কিন্তু একজন ধরা পরলেও মূল অভিযুক্ত মইনুল রহমান চম্পট দেয় ।।