এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৭ ডিসেম্বর : শুক্রবার প্যারিসে আহমেত-কায়া কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি রেস্তোরাঁয় হামলায় তিনজন কুর্দি নিহত হওয়ার পর থেকেই হিংসার আগুনে জ্বলছে ফ্রান্স । ওইদিন হামলায় নিহতরা হলেন নেতৃস্থানীয় কুর্দি ব্যক্তিত্ব এমিন কারা (ইভিন), সঙ্গীতশিল্পী মির পারওয়ার (মেহমেত শিরিন আইদিন) এবং রাজনৈতিক কর্মী আবদুর রহমান কিজিল । এছাড়া আহত হয়েছে দুই কুর্দি এবং একজন ফরাসী নাগরিক । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এদিকে তারপর থেকেই হিংসার আগুনে জ্বলছে প্যারিস । মূল ঘটনার পরের দিন অর্থাৎ গত শনিবার প্যারিসের রাস্তায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে একের পর এক গাড়ি উল্টে দেয়, বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে । কাঁদানে গ্যাস ছুড়ে পাল্টা জবাব দেয় ফ্রান্সের পুলিশ । পুলিশ জানিয়েছে,৩১ জন পুলিশকর্মী এবং একজন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে । প্যারিস ছাড়াও ফ্রান্সের বোর্দো, স্ট্রাসবার্গ এবং মার্সেই-এর মত শহরগুলিতে হাজার হাজার কুর্দি বিক্ষোভ প্রদর্শন করছে । জানা গেছে,৬৯ বছর বয়স্ক ওই হামলাকারীর নাম উইলিয়াম এম । তিনি একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক । প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ এক বিবৃতিতে বলেছেন যে হামলাকারী বৃদ্ধের বাড়িতে ২০১৬ সালে একবার চুরি হয়েছিল । তারপর থেকেই তাঁর মনে বিদেশীদের প্রতি ঘৃণা ভাব জাগিয়ে তোলে ।
জানা গেছে, বৃদ্ধের কাছ থেকে একটি পিস্তল, কমপক্ষে ২৫ টি তাজা কার্তুজের একটি বাক্স এবং দুই বা তিনটি লোড করা ম্যাগাজিন পাওয়া গেছে । বৃদ্ধ জানিয়েছেন সমস্ত গোলাবারুদ ব্যবহারের পর তিনি বুলেট দিয়ে নিজেকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন । এদিকে প্যারিসে কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে হামলাকারী বৃদ্ধের মানসিক অসুস্থতার কারনে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে । যে কারনে আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে ফ্রান্সে আশ্রিত কুর্দিরা ।।