এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৪ ডিসেম্বর : ফ্রান্সে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে । শুক্রবার ভোরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর । প্যারিসের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি সেলুনে ৬৯ বছর বয়সী এক ফরাসি ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায় । আতঙ্কে লোকজন রাস্তায় নেমে আসে । পরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে । পুলিশ বলেছে, সন্দেহভাজন গত বছর একটি অভিবাসী কেন্দ্রে গুলি চালিয়েছিল । তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল,সম্প্রতি সে কারাগার থেকে মুক্তি পেয়েছে । হতাহতরা সকলেই কুর্দি সম্প্রদায়ের বলে জানা গেছে । ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন যে সন্দেহভাজন আততায়ী স্পষ্টতই বিদেশীদের লক্ষ্য করতে চেয়েছিল, তবে সে বিশেষভাবে কুর্দিদের নিশানা করতে চেয়েছিল বলে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ।
প্যারিসের গারে দে ল’এস্ট স্টেশনের কাছে ১০ তম অ্যারোন্ডিসমেন্টে রু ডি এনগিয়েনের(Rue d’Enghien) কাছে অবস্থিত কুর্দি কমিউনিটি সেন্টারটি আহমেদ কায়া নামে পরিচিত । এটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয় । মূলত প্যারিস অঞ্চলে কুর্দি জনসংখ্যাকে একত্রিত করার জন্য কাজ করে ওই সংস্থাটি । এলাকায় সারিবদ্ধ ভাবে রয়েছে ছোট ছোট দোকান এবং ক্যাফে । শুক্রবার ওই বৃদ্ধ সেখানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । গুলিবিদ্ধ হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায় । আরও তিনজন গুরুতর জখম হয় । ঘটনার পর ক্ষিপ্ত কুর্দিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে । ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একটি টুইট বার্তায় বলেছেন যে মধ্য প্যারিসের একটি কুর্দি কমিউনিটি সেন্টারে একজন বন্দুকধারী তিনজনকে হত্যা করেছে । ফ্রান্সের কুর্দিরা প্যারিসের কেন্দ্রস্থলে একটি জঘন্য হামলার লক্ষ্যবস্তু হয়েছে । আমারা হতাহতদের পরিবার এবং প্রিয়জনদের সাথে আছি ।’।