শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : নগরায়নের ফলে দ্রুত হারে কমছে বন জঙ্গল । যার প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রে । বন্য জীবজন্তুদের খাবারে টান পড়ছে । যেকারণে খাবারের জন্য হাতি, শিয়াল প্রভৃতি বন্যজনন্তুরা মাঝেমধ্যেই লোকালয়ে হানা দিচ্ছে । বিগত বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমান জেলার কানলা মহকুমার কয়েকটা গ্রামে ব্যাপকভাবে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে । বাড়ি থেকে হাঁস,মুরগির,ছাগল ছাড়াও কোন মানুষকে একা পেলে তাকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শিয়ালের পাল । যে কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামগুলিতে । রাতের অন্ধকার তো দূরের কথা দিনের বেলাতেও শিয়ালের ভয় কেউ একা মাঠে যেতে চাইছে না ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা মহকুমার মন্তেশ্বর থানার মাঝেরগ্রাম,কাইগ্রাম,খাদরাসহ একাধিক গ্রামে সাম্প্রতিক সময়ে শিয়ালের ব্যাপক উপদ্রব লক্ষ্য করে যাচ্ছে । সন্ধ্যে নামলেই গোটা গ্রাম চলে যাচ্ছে শিয়ালের দখলে । ওই দলটি বাড়ি বাড়ি হানা দিয়ে ছাগল,মুরগি, হাঁস তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে । গৃহপালিত পশু পাখি না পেয়ে শিয়ালের দলটি মানুষের উপরেও পর্যন্ত হামলা চালাচ্ছে বলে জানা গেছে ।
জানা গেছে,মামুদপুর দু’নম্বর অঞ্চলের কাইগ্রামের বাসিন্দা জনৈক পৌঢ় শুক্রবার সকাল ৫:৩০ টা নাগাদ বাড়ির পাশে সরকারি টিউবওয়েলে মুখ ধুতে গিয়েছিলেন । সেই সময় একটি শেয়াল এসে তারা হাতে কামড়ে ধরে তাকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে । ওই ব্যক্তি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে । হইহট্টগোলে শিয়ালটি পালিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দা খলিল উল্লাহ শেখ বলেন, আমাদের এখানে শিয়ালের ব্যাপক উপদ্রব শুরু হয়েছে । কেউ একা বাজার থেকে বাড়ি ফিরতে পারে না। জোট বেঁধে আসতে হয় । তা না হলে শিয়ালগুলোর যা হিংস্র দেখছি তাতে ওরা মানুষকে পর্যন্ত খেয়ে নেবে । একটু অন্ধকার হলেই শিয়ালের পাল গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে, তারপর শিয়ালের দলটি গরু, ছাগল,হাঁস, মুরগি টেনে নিয়ে চলে যাচ্ছে ।’ তিনি জানিয়েছেন,গ্রামের পাশে একটি গোরস্থানেই শিয়ালের দলটি ঠেক করেছে ।
জানা গেছে মন্তেশ্বর থানার ওই গ্রামগুলিতে শিয়ালের হামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন জখম হয়েছেন । তাদের মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করানো হয় । মানুষ আতঙ্কে পার্থক্যকে বাড়ি থেকে বের হচ্ছেন না । সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি দল বেঁধে পাহাড় দিচ্ছেন গ্রামবাসীরা । গ্রামবাসীরা দাবি জানিয়েছেন, শিয়ালের উপদ্রব বন্ধ করতে কোন পদক্ষেপ নিক স্থানীয় প্রশাসন ।।