এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ ডিসেম্বর : ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মালদার চার শ্রমিক । আব্দুল মান্নান(৪৫), আব্দুল আজিজ(৩৫),হবিবুর রহমান(২৯) ও মোহম্মফ জহির(৩৫) । মৃতদের মধ্যে প্রথম তিন জনের বাড়ি মালদা জেলার রতুয়া-১ ব্লকের ভাদো বটতলা গ্রামে । চতুর্থ জন একই ব্লকের
কাহালা আশুটোলা গ্রামের বাসিন্দা । শুক্রবার নিহতের পরিবারের সাথে দেখা করতে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন । তিনি মৃতদের প্রত্যেকের পরিবারের হাতে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দেন । পাশাপাশি পরিবারগুলি যাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি পায় তার ব্যাবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাস খানেক আগে রতুয়া-১ ব্লক থেকে ১৫-১৭ জনের একটি দল টাওয়ারের শ্রমিকের কাজে হিমাচল প্রদেশ গিয়েছিলেন । ওই দলে ছিলেন আব্দুল মান্নান, আব্দুল আজিজ,হবিবুর রহমান ও মোহম্মফ জহির নামে ওই চার শ্রমিক । তাঁরা যে জায়গায় থাকতেন তার থেকে কিছুটা দুরে টাওয়ার বসানোর কাজ চলছিল । বুধবার সকালে বাসা থেকে ট্রাক্টরে মালপত্র চাপিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে তাঁরা রওয়ানা হন । কিন্তু কিছুটা যাওয়ার পরেই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদের মধ্যে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদ জাহির, হাবিবুর রহমান ও আব্দুল মান্নানের । গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আজিজ । তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু ওই দিন বিকেল চারটে নাগাদ তাঁর মৃত্যু হয় । জানা গেছে, হবিবুর রহমান ও আব্দুল আজিজ সম্পর্কে দু ভাই ।
জানা গেছে, ওই দিনেই ফোনে মৃতদের পরিবারকে ঘটনার কথা জানানো হয় । এরপর এদিন দুপুরে মৃতদেহগুলি মালদায় এসে পৌঁছায় । মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজনেরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।