প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মে : পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারচাকা গাড়ির চালকের। মৃত ওই চালকের নাম বিনোদ বাগদি (৩৮)।পশ্চিম বর্ধমানে বুদবুদ থানার শুকডাল গ্রামে তার বাড়ি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে গলসি গলিগ্রামের মাঝামাঝি জায়গায় দুমরানো মুচরানো অবস্থায় পড়ে থাকে চারচাকা গাড়িটি ।তার ভিতরে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকে চালক । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষনা করেন ।গলসি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয়দেয় অনুমান , চারচাকা গাড়িটি বর্ধমানের দিক থেকে বুদবুদের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে গলসি ও গলিগ্রামের মাঝামাঝি জায়গায় চার চাকা গাড়িটি অন্য কোনও গাড়ির পিছনে পিছনে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ওয়ালে চেপে যায়। এর ফলেই চারচাকা গাড়িটি দুমরে মুচরে যায়। তার কারণেই মৃত্যু হয় চালকের ।