এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১০ ডিসেম্বর : শুক্রবার সন্ধ্যায় একটি চারচাকা গাড়ি ও ডিম বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বীরভূম জেলার দুবরাজপুর সাতকেন্দুরি মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায ৫ জন আহত হয়েছে । জানা গেছে,একটি সন্ধ্যায় ডিম বোঝাই পিক আপ ভ্যানটি বাঁকুড়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল । রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পিক আপ ভ্যানটি সাতকেন্দুরি মোড়ের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি অলটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষ এতটা জোরে হয় যে অলটো গাড়ির সামনের অংশ কার্যত দুমরে মুচড়ে যায় । এদিকে ডিমের গাড়িটিও উলটে পড়ে । পিক আপ ভ্যানের চালক মহাদেব দাসের অভিযোগ, ‘আমি নিজের সাইড ধরেই যাচ্ছিলাম । ওই অলটো গাড়িটা আচমকা সামনে থেকে এসে আমার গাড়িতে সজোরে ধাক্কা মারে । লক্ষাধিক টাকার ডিম নষ্ট হয়ে গেছে । আমারও মাথায় চোট লেগেছে ।’
জানা গেছে, দূর্ঘটনায় ডিমের গাড়ির চালক এবং অলটো গাড়ির ৪ জন আহত হন । স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন । দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে ।।