দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : চার প্রাথমিক স্কুল পড়ুয়াকে জোর করে চার চাকা গাড়িতে তুলে পালানোর চেষ্টা করেছিল চালক । শিশুদের আর্ত চিৎকারে শুনে শেষ পর্যন্ত পিছু ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা । পড়ুয়াদের উদ্ধারের পাশাপাশি সুজিত দাস নামে ওই চালককে ধরে তারা তুলে দেয় পুলিশের হাতে । বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের উদ্ধারনপুরে । পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে । আটক করা হয়েছে গাড়িটি । ঘটনাকে কেন্দ্র করে অবিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । অবিভাবকদের সন্দেহ চার শিশুকে অপহরণ করে পাচারের পরিকল্পনা ছিল গাড়ি চালকের । পুলিশ জানিয়েছে, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,প্রতিদিনের মত এদিন সকালেও স্কুলে যাচ্ছিল প্রথম শ্রেনীর পড়ুয়া প্রিতম দে,তৃতীয় শ্রেনীর পড়ুয়া সুপর্না বিশ্বাস এবং
দ্বিতীয় শ্রেনীর দুই পড়ুয়া রনিতা বালা ও দিশা মাল । তারা সকলেই উদ্ধারনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া । ওই চারজন উদ্ধারনপুর- বোলপুর রোড ধরে যাওয়ার সময় সুজিত দাস চারচাকা গাড়ি নিয়ে এসে তাদের পাশে এসে দাঁড়ায় । তারপর সে চার পড়ুয়াকে জোর করে গাড়িতে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এরপর পড়ুয়ারা একসঙ্গে কান্নাকাটি করতে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় গাড়িটির পিছু ধাওয়া করে । কিছু দুরেই তাঁরা গাড়িটিকে ধরে ফেলেন । গাড়ির চালককে আটকে রাখে স্থানীয় লোকজন । এরপর খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে চালককে থানায় আনে । পাশাপাশি গাড়িটি আটক করে পুলিশ । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করে পুলিশ ।
পড়ুয়াদের অভিভাবক রুম্পা বালা,সদানন্দ বিশ্বাসরা বলেন,’গাড়ির চালক আমাদের ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে উঠতে বলে । কিন্তু তারা রাজি না হওয়ায় চারজনকে জোর করে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে । আমাদের ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলে গাড়িটি ধরে ফেলা হয় । আমাদের সন্দেহ চার শিশুকে অপহরণ করে পাচারের পরিকল্পনা করেছিল গাড়ি চালক ।’
তবে চালক কি উদ্দেশ্যে চার শিশুকে গাড়িতে তুলেছিল তা স্পষ্ট নয় । পুলিশ সুত্রে খবর, বীরভূম জেলার বোলপুর থানার বল্লভপুর এলাকার বাসিন্দা সুজিত দাস নামে ধৃত গাড়ির চালক দাবি করেছে চার পড়ুয়াকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই সে গাড়িতে তুলেছিল । কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক জানিয়েছেন,অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করা হয়েছে । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।।