এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ নভেম্বর : আমেরিকার একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকবাজদের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে৷ গুলিবিদ্ধ হয়েছে আরও ৯ জন শিশুসহ অন্তত ১৯ জন৷ ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৬০ মাইল পূর্বে ক্যালিফোর্নিয়ার স্টকটনে ৷ তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছে যে র্যাপার এমবিনেল এবং ফ্লাই বয় ডঘি ছিল বন্দুকবাজদের মূল লক্ষ্য ।
জানা গেছে,স্টকটনের একটি ব্যাঙ্কোয়েট হলে ডঘির ৮ বছরের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল শনিবার । সেই সময় কয়েকজন হামলাকারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ডঘির মেয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় । সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে,আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারি যে আনুমানিক ১৪ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ।
পোস্টটিতে বলা হয়েছে যে প্রাথমিকভানে ইঙ্গিত দেয় যে এটি একটি “লক্ষ্যবস্তু হামলার ঘটনা” হতে পারে তবে সেই তথ্য এখনও স্পষ্ট নয় ।পুলিশ এখনও পর্যন্ত আক্রমণকারীর পরিচয় প্রকাশ করেনি এবং এর উদ্দেশ্যও জানতে পারেনি ।।

