এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,২০ ডিসেম্বর : লন্ডনের বার্মিংহামে ১৬ বছরের কিশোরীকে রাস্তা থেকে তুলে হোটেলে নিয়ে গিয়ে গনধর্ষণের ঘটনায় আরকাশ জাফর(৪১),মোহাম্মদ নাদিম(৪৫),শাহবান আরিফ (৪২) এবং শিরাজ নাসার(৪০) নামে ৪ নরপশুকে দোষী সব্যস্ত করেছে বার্মিংহাম ক্রাউন কোর্ট । অভিযুক্তরা প্রত্যেকেই পাকিস্থান থেকে আসা আশ্রয়প্রার্থী বলে জানা গেছে ।
জানা গেছে,ঘটনাটি ২০১৯ সালের জুলাই মাসের । ১৬ বছরের ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে পালিয়ে এসেছিল । ভুক্তভোগী অ্যালাম রক রোডে মনমরা হতে বসেছিল । সেই সময় সেখানে আরকাশ জাফর বিএমডব্লিউ গাড়িতে চড়ে সেখানে আসে । জাফর তাকে আশ্রয় দেওয়ার কথা বলে তার গাড়িতে তোলে । মেয়েটি তাকে বিশ্বাস করে গাড়িতে উঠলে জাফর গাড়ির মধ্যেই তাকে একাধিকবার ধর্ষণ করে । এরপর ওই নরপশু মেয়েটিকে ওয়ালসলের একটি হোটেলের ঘরে নিয়ে যায় ৷ যে ঘরটি সে আগে থেকেই ভাড়ায় নিয়ে রেখেছিল।
তদন্তকারীরা জানতে পারেন যে মেয়েটিকে হোটেলের ঘরে নিয়ে যাওয়ার পর আরকাশ জাফর তার সঙ্গীদের ফোন করে ডাকে । মোহাম্মদ নাদিম,শাহবান আরিফ এবং শিরাজ নাসার আসার পর চারজন নরপশু মিলে মেয়েটির উপর উপর্যুপরি অত্যাচার চালায় । যদিও নির্যাতিতা কিশোরীর অভিযোগ ছিল যে শুধু ওই চারজন নয়,আরও অনেকে তার উপর অত্যাচার চালিয়েছিল । তবে পুলিশ শুধু এই ৪ জনের বিরুদ্ধেই অভিযোগ আনে । ৫ সপ্তাহের বিচার পর্বের পর, জুরি তাদের রায়ে জাফফার, নাদিম, আরিফ এবং নাসার বিরুদ্ধে গনধর্ষণ সহ একাধিক অভিযোগে অভিযুক্ত করেছে । প্রসঙ্গত,ব্রিটেনে মুসলিম গ্রুমিং গ্যাং ব্রিটিশ মেয়েদের মধ্যে কার্যত ত্রাসের সৃষ্টি করে রেখেছে । মূলত পাকিস্তানের শরণার্থীরা এই অপরাধের সঙ্গে বেশি যুক্ত । এছাড়া আফ্রিকা মহাদেশ ও মধ্যপ্রাচ্যের মুসলিমরা মিলে এই গ্রুমিং গ্যাং পরিচালনা করে । দেশের বামপন্থী শাসক তাদের অপরাধ লঘু করে দেখানোর কারনে এই গ্রুমিং গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ।।

