এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ফেব্রুয়ারী : শনিবার সকাল ৭ টা থেকে শুরু হল শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরনিগমে ভোট । শেষ হবে বিকেল ৫ টায় । ফল ঘোষণা হবে আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারী । পুরনিগমের নির্বাচিন ঘিরে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে । বুথে বুথে রয়েছে সশস্ত্র পুলিশবাহিনীর । সেই সঙ্গে রয়েছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি ।
পুরনিগমগুলির মধ্যে বিধাননগরে ৪১ টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৩ জন প্রার্থী । শিলিগুড়িতে ৪৭ টি ওয়ার্ডে ২০০ জন প্রার্থী রয়েছেন । সেখানে চন্দননগরে ৩৩ টি ওয়ার্ডে ১২০ জন এবং আসানসোলে ১০৬ টি ওয়ার্ডে মোট ৪৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
বিগত ২০১৫ সালের নির্বাচনে শিলিগুড়ি পুরনিগম দখলে রেখেছিল বামফ্রন্ট । বাকি তিনটিতে ছিল তৃণমূল কংগ্রেসের দখলে । এর আগে গত ২২ জানুয়ারী এই চার পুরনিগমে ভোট করার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন ।কিন্তু উচ্চ আদালতের নির্দেশে ভোট ১২ ফেব্রুয়ারিতে পিছিয়ে দিতে হয় ।।