এইদিন ওয়েবডেস্ক,কেরালা,০২ নভেম্বর : শনিবার সন্ধ্যায় কেরালায় একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। তিরুবনন্তপুরম-গামী কেরালা এক্সপ্রেস শোরানুর রেলওয়ে স্টেশনের কাছে সংঘর্ষে তামিলনাড়ুর দুই মহিলা সহ চারজন সরকারি কর্মচারী নিহত হয়েছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে ।
নয়াদিল্লি-তিরুবনন্তপুরম রুটে একটি এক্সপ্রেস ট্রেন বিকেল ৩:৫০ নাগাদ শ্রমিকদের ধাক্কা দেয় যখন তারা দূরের শোরানুর ব্রিজের কাছে ট্র্যাক থেকে আবর্জনা পরিষ্কার করছিলেন। আঘাতে ট্র্যাক থেকে ছিটকে পড়ে শ্রমিকরা। এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চতুর্থ জনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। লাশটি ভরতপুলা নদীতে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায়। শ্রমিকরা ট্রেনের দিকে খেয়াল না করায় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে । এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান শোরনুর রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা।।