এইদিন ওয়েবডেস্ক,জর্জিয়া,০৫ সেপ্টেম্বর : আমেরিকার জর্জিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় চারজন নিহত হয়েছে ৷ বুধবার জর্জিয়ার ব্যারো কাউন্টির অ্যাপালচে হাইস্কুলে এই গোলাগুলির ঘটনা ঘটেছে ৷ হামলায় নয়জন আহত হয়েছে৷ খুনের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। কোল্ট গ্রে নামে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । পুলিশ জানিয়েছে যে কোল্টকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হবে। গুলিতে দুই ছাত্র ও দুই শিক্ষক নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার নিন্দা করেছেন।
কোল্টকে গত বছর স্কুলে গুলি চালানোর বিষয়ে অনলাইনে বেনামী বার্তা শেয়ার করার পরে এফবিআই জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ছেড়ে দেয় । গুলি চালানোর সময় স্কুলে ১৯০০ জন ছাত্র ছিল। ঘটনার পেছনে কী কারণ ছিল তা স্পষ্ট নয়। গুলিতে নিহতদের মধ্যে একজন ম্যাসন শিমারহর্ন নামে ১৪ বছর বয়সী ছাত্র রয়েছে । অটিজমের চ্যালেঞ্জ কাটিয়ে স্কুলে আসেন ম্যাসন।
স্কুল কর্তৃপক্ষ বলেছে, এটা একেবারেই নৃশংস কাজ। প্রত্যক্ষদর্শী মার্কাস কোলম্যান নামে একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রকাশ করেছে যে কোল্ট একটি বড় বন্দুক নিয়ে এসেছিল এবং দশবার গুলি চালায়। কমলা হ্যারিসও গুলি চালানোর নিন্দা জানিয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে এক প্রচারণায় তিনি বলেন, যেসব শিশুকে স্কুলে পাঠানো হয় তারা জীবিত বাড়ি ফিরবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত।।