এইদিন ওয়েবডেস্ক,টরন্টো,২৫ অক্টোবর : কানাডার টরন্টোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার ভারতীয়ের মৃত্যু হয়েছে। সবাই টেসলা গাড়িতে ভ্রমণ করছিলেন। গাড়িটি ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে । পাশ দিয়ে যাওয়া এক বাইক আরোহী এক মহিলার জীবন বাঁচিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতরা হলেন ৩০ বছর বয়সী কেতা গোহিল এবং ২৬ বছর বয়সী নীল গোহিল। তারা সম্পর্কে আপন ভাই-বোন। অপর একজন মৃতের নাম জয়রাজ সিং সিসোদিয়া। চতুর্থ ব্যক্তির সম্পর্কে এখনও তথ্য প্রকাশ করা হয়নি।নিহত চারজনেই গুজরাটের বাসিন্দা । তাদের মধ্যে দুই ব্যক্তি গুজরাটের গোধরায় বাড়ি ।
কানাডিয়ান নিউজ ওয়েবসাইট সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার একটি গাড়িতে তিনজন পুরুষ ও দুইজন নারী ভ্রমণ করছিলেন। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়ির ব্যাটারিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং গাড়ির ভেতরে থাকা চারজন দগ্ধ হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, তাদের দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন ছিল। পরে জানা যায়, এরা সবাই ভারতের বাসিন্দা।
এর আগে গত ২৭ জুলাই কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশে সড়ক দুর্ঘটনায় পাঞ্জাবের তিন পড়ুয়ার মৃত্যু হয়। নিহতরা হলেন- হারমান সোমল, নভজ্যোত সোমল ও রেশাম সামানা। এই তিন পড়ুয়া ছাত্র ভিসায় কানাডা গিয়েছিলেন। ছাত্ররা সবাই ট্যাক্সিতে করে যাচ্ছিল। এ সময় তার ট্যাক্সির টায়ার ফেটে যায় এবং গাড়িটি উলটে দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে, সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে সড়ক দুর্ঘটনায় চার ভারতীয়ের মৃত্যু হয়। এখানকার আনা শহরে অনেক যানবাহন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে গাড়িতে এই চার ভারতীয় ছিল তার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এর মধ্যে তিনজনই তেলেঙ্গানার বাসিন্দা ।।