এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৮ জুন : জঙ্গিদের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার দুই পুলিশ সদস্য সহ চার সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। কনস্টেবল আব্দুল রেহমান দার ও গোলাম রসুল ভাট, শিক্ষক শাবির আহমেদ এবং জলশক্তি বিভাগের সহকারী লাইনম্যান আনায়াতুল্লাহ শাহ পীরজাদাকে সংবিধানের ৩১১ অনুচ্ছেদে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নরের একটি নির্দেশনামায় বলা হয়েছে,পুলওয়ামা জেলার ত্রাল এলাকার লারমুহের বাসিন্দা সোনা উল্লাহ দারের ছেলে পুলিশ বিভাগের সিলেকশন গ্রেড কনস্টেবল আব্দুল রহমান দারকে ভারতের সংবিধানের ৩১১ ধারার ২ উপধারার অধীনে চাকরি থেকে বরখাস্ত করছেন । তদন্তে প্রাপ্ত তথ্যে সন্তুষ্ট হয়ে লেফটেন্যান্ট গভর্নর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে ।
এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক (ডিজিপি), আরআর সোয়াইন বলেছেন যে সন্ত্রাসবাদে যোগদানকারী স্থানীয়দের সংখ্যা হ্রাস পেয়েছে এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরও কিছু লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।।