দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জানুয়ারী : এক কিশোরীকে ধর্ষণের মামলায় মেয়েটির পিসতুতো দাদা,পিসতুতো জামাইবাবু, পিসেমশাই ও মেয়েটির নিজের দাদাকে দোষী সব্যস্ত করে সাজা ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত । আসামীদের মধ্যে পিসতুতো দাদা বিশ্বজিৎ বিশ্বাস ও পিসতুতো জামাইবাবু শঙ্কর রায়কে ২০ বছরের সশ্রম কারাদণ্ড,পিসেমশাই প্রদীপ সরকারকে তিনবছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । দোষী সব্যস্ত করা হয় মেয়েটির নিজের দাদাকেও । সাজাপ্রাপ্তদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা উচ্চ আদালতে যাবেন ।
কাটোয়া থানার দাঁইহাট শহরের স্কুলমোড়ে বাড়ি নির্যাতিতার । তার বাবা একটি দোকানে কাজ করতেন । ২০১২ সালে মেয়েটির মায়ের মৃত্যু হয় । তারপর মেয়েটিকে দক্ষিনেশ্বরের বাসিন্দা বড়পিসির বাড়িতে পাঠিয়ে দেন তার বাবা । মেয়েটিকে স্কুলে ভর্তিও করা হয় । কিন্তু বছর দুয়েকের মাথায় সেখান থেকে পালিয়ে দাঁইহাটে চলে আসে মেয়েটি । নিজের বাড়িতে কয়েকদিন থাকার পর আচমকা সে উদ্ধাও হয়ে যায় । মেয়েটির বাবা থানায় নিখোঁজ ডাইরি করেন । যদিও কয়েকদিনের মাথায় নিজেই থানায় ফিরে আসে মেয়েটি । তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর । তাই মেয়েটির কাউন্সেলিংয়ের জন্য চাইল্ডলাইনকে খবর দেয় কাটোয়া থানার পুলিশ । আর চাইল্ডলাইনের প্রতিনিধিরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতেই সমাজকে লজ্জায় ফেলার মত ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে ।
মেয়েটির কাছ থেকে চাইল্ডলাইনের প্রতিনিধিরা জানতে পারে, দক্ষিনেশ্বরে পিসির বাড়িতে থাকার সময় তাকে ভয় দেখিয়ে উপর্যুপরি ধর্ষণ করে পিসতুতো দাদা বিশ্বজিৎ বিশ্বাস এবং পিসতুতো জামাইবাবু শঙ্কর রায়। তাই সে লুকিয়ে সেখান থেকে পালিয়ে আসে । কিন্তু বাড়িতে এসেও নিস্তার নেই । সেখানেও পিসেমশাই প্রদীপ সরকার ও নিজের দাদার লালসার শিকার হতে হয় ওই ছোট্ট মেয়েটিকে । শেষে চাইল্ড লাইনের সহায়তায় ২০১৮ সালের ২০ মার্চ কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা । এদিন ওই মামলায় দোষীদের সাজা ঘোষণা হয় ।
নির্যাতিতার পিসতুতো জামাইবাবু উত্তর ২৪ পরগোনার বাগুইহাটির বাসিন্দা শঙ্কর রায় ও পিসতুতো দাদা বিশ্বজিৎ বিশ্বাসকে ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক । মেয়েটির পিসেমশাই দাঁইহাটের বাসিন্দা প্রদীপ সরকারকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় । ঘটনার সময় মেয়েটির নিজের দাদা নাবালক থাকায় বিচারক তাকে দোষী স্যবস্ত করলেও সাজা ঘোষণা স্থগিত রাখে । তাকে জুভেইনাল আদালতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে ।।