এইদিন ওয়েবডেস্ক,সাতক্ষীরা,০৯ জুন : সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬ সাতক্ষীরা ক্যাম্পের জওয়ানরা । আলফাজ হোসেন (৪৫) নামে ওই ব্যক্তিকে আজ শুক্রবার দুপুরে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতের বাড়ি বাংলাদেশের কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গারাখালি গ্রামে ।
জানা গেছে,কলারোয়ার গারাখালি গ্রামের বাসিন্দা আলফাজ হোসেনের পাশাপাশি বাড়িতে বসবাস করে শিশুটির পরিবার । ঘটনাটি ঘটে গত ৬ জুন । ওইদিন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে আলফাজ । শিশুটি যন্ত্রণায় চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসে । এই দেখে পালিয়ে যায় ধর্ষক । তারপর থেকেই সে ফেরার ছিল । পরে শিশুটির বাবা এনিয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব জানিয়েছেন,ঘটনার পর থেকে আসামি আলফাজ বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল ।অবশেষে গোপন সূত্র থেকে খবর পেয়ে এদিন তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতকে এলাকায় নিয়ে আসার পর কলারোয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।।

