এইদিন ওয়েবডেস্ক,চন্ডীগড়,২৮ জানুয়ারী : ‘টাকার জন্য মা’কে বৃদ্ধাবস্থায় ফেলে রেখে পরিবার নিয়ে পালিয়েছে ভাই । পরে নিঃস্ব অবস্থায় রেলস্টেশনে মায়ের মৃত্যু হয় ।’ পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর আমেরিকা প্রবাসী দিদি সুমন তূর । শুধু তাই নয় তিনি নিজের ভাইকে একজন ‘নিষ্ঠুর ব্যক্তি’ বলেও অবিহিত করেছেন বছর সত্তরের ওই মহিলা ।
সুমন তূর বর্তমানে চণ্ডীগড়ে রয়েছেন । শুক্রবার সেখানে তিনি সংবাদিকদের মুখোমুখি হয়ে ভাই নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন । সুমন তূর দাবি করেন, ‘১৯৮৬ সালে বাবার মৃত্যুর পর আমাকে আর মা’কে বাড়ি থেকে বের করে দিয়েছিল ভাই । তখন আমদের পরিস্থিতির মুখোমুখি হতে হয় । আমার মা চার মাস হাসপাতালে ভর্তি ছিলেন । তার প্রমানও আছে ।পরে ১৯৮৯ সালে একটি রেলস্টেশনে মা নিঃস্ব অবস্থায় মারা গিয়েছিলেন ।’
তাঁর অভিযোগ, ‘সম্পত্তি নিয়ে সিধু আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল । আমার বাবা পেনশন ছাড়াও একটি বাড়ি ও কিছু জমিজমা রেখে গিয়েছিলেন । বাবার মৃত্যুর পর নভজ্যোত সিং সিধু টাকার জন্য আমাদের মাকে ছেড়ে গেছেন । আমরা সিধুর কাছে কোনো টাকা পয়সা চাই না ।’ পাশাপাশি তিনি বলেন, ‘১৯৮৭ সালে একটি সর্বভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকারের সময় বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে মিথ্যা বলেছিল সিধু । সে বলেছিল, মা-বাবার মধ্যে নাকি আইনত বিচ্ছেদ হয়ে গেছে । সিধুর এই দাবির পর আমাদের মা আদালতের দ্বারস্থ হয়েছিলেন । আমিও দাবির সপক্ষে ভাইয়ের কাছে দাবির প্রমাণ চেয়েছিলাম ।’ এরপর তিনি নভজ্যোত সিং সিধুকে “নিষ্ঠুর ব্যক্তি” বলে অভিহিত করেন সুমন তূর ।
তিনি দাবি করেছেন,তিনি গত ২০ জানুয়ারী তিনি নভজোত সিধুর সাথে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন । কিন্তু তাঁর ভাই তাঁর সাথে দেখা করতে অস্বীকার করেছিলেন । বাড়ির দরজা পর্যন্ত খোলেনি । বাড়ির পরিচারাও দরজা খোলেনি । এমনকি সিধু তাঁর মোবাইলের সিম নম্বর পর্যন্ত ব্লক করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন । তিনি বলেন, ‘আমি ৭০ বছরের বৃদ্ধা । নিজের পরিবার সম্পর্কে এই সমস্ত বিষয়গুলি প্রকাশ করা আমার পক্ষে খুবই কষ্টকর । কিন্তু বাধ্য হয়ে আজ জনসমক্ষে সব প্রকাশ করতে হল । আমি আমার মায়ের জন্য বিচার চাই ।’
প্রসঙ্গত,চলতি বছরের ২০ ফেব্রুয়ারী থেকে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হতে চলেছে । এদিকে নিজেকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসাবে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বছর আটান্নর প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু । আর এই পরিস্থিতিতে দিদি সুমন তূরের এহেন গুরুতর অভিযোগ ঘিরে চরম বিপাকে পড়ে গেছেন সিধু । অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও ।।