এইদিন ওয়েবডেস্ক,হারারে,০৩ সেপ্টেম্বর : দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হল জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিকের । আজ রবিবার তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানালেন স্ট্রিকের সহধর্মিণী নাদিনে স্ট্রিক । এর কিছুদিন আগে হিথ স্ট্রিকের মৃত্যর মিথ্যা খবর ছড়িয়ে পড়েছিল । যদিও তখন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় হিথ স্ট্রিক নিজেই নিজের বেঁচে থাকার কথা জানিয়েছিলেন ।সেবার স্ট্রিকের মৃত্যুর খবর গুজব হলেও এবার কিন্তু সত্যি হল ।
গত মে মাসে স্ট্রিকের লিভার ও কোলন ক্যান্সারের কথা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন ছিলেন জিম্বাবুয়ের ইতিহাসের সর্বকালের এই সেরা ক্রিকেটার । সেই সময় জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, শঙ্কটাপন্ন অবস্থায় আছেন স্ট্রিক। যদিও স্ট্রিককে নিয়ে হাল না ছাড়ার ঘোষণা করেছিল তার পরিবার। তখন মৃত্যর গুজব ছড়িয়ে পড়ার পর এক বার্তায় স্ট্রিক বলেছিলেন,’আমার মৃত্যর খবরটি মিথ্যা । আমি বেঁচে আছি এবং ভালো আছি। মিথ্যা খবর প্রচার হওয়ায় আমি অনেক দুঃখ পেয়েছি। নিশ্চিত না হয়ে এত বড় ঘটনা কীভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা বুঝতে পারছি না। আমি মনে করি যে সূত্র থেকে এই খবর প্রকাশ করেছে তার ক্ষমা চাওয়া উচিত।’
জিম্বাবুয়ের হয়ে ৬৫ টি টেস্ট এবং ১৮৯ ওয়ানডে খেলেছেন স্ট্রিক। দেশের হয়ে ১০০ উইকেট শিকার করা প্রথম বোলার তিনি। টেস্টে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার ছিলেন স্ট্রিক।। সেই সঙ্গে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন সাত নম্বরে। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন প্রাক্তন এই অলরাউন্ডার ।।