এইদিন ওয়েবডেস্ক,ধূপগুড়ি,০৩ সেপ্টেম্বর : ধূপগুড়ির উপ-নির্বাচনের আগে জোর ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । রবিবার ভোটের শেষ প্রচারের দিনের শুরুতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন প্রাক্তন তৃণমূল বিধায়িকা মিতালি রায় । এদিন নবাগতা তৃণমূল নেত্রীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার বলেন,’আমরা অত্যন্ত আনন্দিত । উত্তরঙ্গের সমস্যা ও রাজবংশীদের সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে যারা আন্দোলন করে আসছেন তাঁদের মধ্যে প্রমুখ মুখ হলেন মিতালি রায় ।’ তিনি আরও জানান, মিতালি দেবীকে উত্তরবঙ্গজুড়ে সাংগঠনিক কাজে লাগানো হবে । অন্যদিকে মিতালি রায়ের অভিযোগ,তাঁকে কোনো কাজেই লাগাতো না তৃণমূল, প্রাক্তন বিধায়ক ছাড়া তাঁর কোনো অস্তিত্বই ছিল না । এলাকায় সেভাবে কোনো উন্নয়নও হয়নি । এছাড়া রাজবংশি সম্প্রদায়কে প্রতিনিয়ত অপমানিত হতে হয় শাসকদলের কাছে । তাই রাজবংশিদের সম্মান এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ।
প্রসঙ্গত,শনিবার জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি দীপেন প্রামাণিক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রাক্তন তৃণমূল বিধায়িকা মিতালি রায়কে দলে যোগদান করিয়ে রাজ্যের শাসকদলকে বিজেপি জোর ধাক্কা দিল বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল ।।