এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৮ ফেব্রুয়ারী : তোলাবাজির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লালবাজারে আনা হয়েছে বলে জানা গেছে । ভগবানপুর অঞ্চলে একটি কোম্পানি কর্তৃপক্ষের কাছ থেকে ৬০ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগেই মূলত আরাবুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । অভিযোগ, তোলাবাজির জন্য ওই কোম্পানির জায়গায় সীমানা প্রাচীর দেওয়ার সময় বোমাবাজি করায় আরাবুল । যেকারণে ভাঙড়ের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ ওই নেতার ভয়ে নিজের কেনা জায়গার দখল নিতে পারছিল না কর্তৃপক্ষ । বাধ্য হয়ে আরাবুলকে ৬০ লক্ষ টাকা দিতে হন কোম্পানির মালিক । তাসত্ত্বেও জায়গার দখল পাচ্ছিলেন না তিনি । শেষে তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সূত্র মারফত অভিযোগ জানান । এরপরেই কালীঘাট থেকে সবুজ সঙ্কেত পেতেই পুলিশ আজ বৃহস্পতিবার আরাবুল ইসলামকে গ্রেফতার করে বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দফায় দফায় সংঘর্ষ বাধে ৷ ভোটের আগে মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ নেতা খুন হন । সেই খুনে নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের ।।