এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ আগস্ট : প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পুলিশে ব্যবস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার, অপশাসন, স্বজনপোষণ সহ বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । পশ্চিমবঙ্গের জনমানসে প্রতিষ্ঠান বিরোধীতার চোরা স্রোত বইছে বলে মনে করেছেন কেউ কেউ ৷ এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্ষীয়ান নেতা বনমালী হাজরা একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন । তিনি নিজের এলাকার বাসিন্দাদের নতুন জামা পাল্টানোর পরামর্শ দিয়েছেন । তার এই মন্তব্য শাসকদলের মধ্যে অস্বস্তির কারণ হলেও বিজেপি তাকে স্বাগত জানিয়ে বলেছে যে, এতদিনে ওনার সুবুদ্ধি হল ।
আসলে, ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের মুহুর্তে ভাতারবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন, এই প্রশ্ন বনমালী হাজরাকে করেছিলেন সাংবাদিকরা । এর উত্তরে বনমালী হাজরা বলেন, ‘ভাতার বাসীর উদ্দেশ্যে কিছু যদি বলতে হয় তাহলে বলব যে পুরনো জামা খুলে নতুন জামা পরে, দৃষ্টিভঙ্গি স্বচ্ছ রেখে, সামনের দিকে এগিয়ে চলুন৷’ বনমালী হাজরা যখন এই মন্তব্য করছিলেন সেই সময় ঠিক তার পিছনে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা গেছে তৃণমূলের আর এক প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ী অশোক হাজরাকে । প্রসঙ্গত, অশোক হাজরা হলেন ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর ঘনিষ্ঠ আত্মীয় । সেই সূত্রে তিনি বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন । কিন্তু বিগত কয়েক মাস ধরে বিধায়ক এবং অশোক হাজরা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে । ফলে এক সময়ে বিধায়ক বিরোধী গোষ্ঠীর নেতা বনমালী হাজরার পিছনে দাঁড়িয়ে তার ‘পুরনো জামা খুলে নতুন জামা পরার’ মন্তব্যে অশোকের মুচকি হাসিটিও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল । শুনুন প্রাক্তন তৃণমূল বিধায়কের বক্তব্য 👇
এদিকে বনমালী হাজরার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে দ্রুত সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে দেখা যায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোঁয়ারকে ৷ তিনি লিখেছেন,’শ্রদ্ধেয় নেতার এই অমূল্য পরামর্শ দশ বছর আগেই উপলব্ধি করে পুরাতন জামা ত্যাগ করে ফেলেছেন ভাতাড়ের মানুষ। আর তারপর থেকে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রেখে পথ চলছেন সকলে। যথার্থ বলেছেন আপনি.. স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভাতাড় বাসির প্রতি আপনার এই সময়োচিত পরামর্শ ভাতাড়ের সর্বস্তরের মানুষকে পুরাতন কে বর্জন করে নূতনের প্রতি আস্থাশীল থাকতে শেখাবে এই আশা রাখি। আপনি সুস্থ, থাকুন ভালো থাকুন.. আপনার দীর্ঘায়ু কামনা করি।’
অন্যদিকে বনমালী হাজরা এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার। তিনি ফোনে এইদিনকে বলেন,’ওনার এতদিনে সুবুদ্ধি হয়েছে । যেভাবে দুর্নীতি চলছে তাতে উনি বুঝতে পেরেছেন যে এবারে জামা পাল্টানোর সময় এসে গেছে । সেই কারণে উনি মানুষকে এই প্রকার পরামর্শ দিয়েছেন । উনি শাসক দল করেন বলে এতদিন চুপ ছিলেন । কিন্তু এখন ওনার সুবুদ্ধি হয়েছে । ওনার আরও সুবুদ্ধির উদয় হোক ।’ তিনি আরও বলেন, ‘বনমালী হাজরা ঠিকই বলেছেন । উন্নয়নের জন্য, সুস্থ সরকার পরিচালনার পক্ষে এখন মানুষ চাইছে পরিবর্তন । এই সরকার আর চলবে না মানুষ বুঝে গেছে । চুরির সরকার আর চলবে না । পরিবর্তন যে দরকার এটা বাংলার মানুষ যেমন বুঝছে তেমনি তৃণমূলের কিছু নেতাও বুঝতে পারছেন ।’ মহেন্দ্রনাথের ভবিষ্যৎবাণী হল যে, শুধু ভাতার বিধানসভাই নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে ।।