দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ মে : খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখকে বেকসুর খালাস করে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত । বছর সাতেক আগে কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা সাবির শেখ নামে এক ব্যক্তি খুন হন । ওই মামলায় আসামি ছিলেন জঙ্গল ও তার ছেলে সাদ্দাম শেখ সহ বেশ কয়েকজন । কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তাদের সকলকেই বৃহস্পতিবার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কাটোয়া মহকুমা অতিরিক্ত জেলা জজ ও দায়রা আদালতের (দ্বিতীয়) বিচারক মধুছন্দা বোস । যদিও জঙ্গল শেখ বর্তমানে অন্য একটি খুনের মামলাতেও বিচারাধীন বন্দি রয়েছেন ।
কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা সাবির শেখকে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ভোরের দিকে তার বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় । সাবিরের মা ফিরোজা বিবি এনিয়ে কাটোয়া পুরসভার তৎকালীন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ, তার ছেলে সাদ্দাম সহ ২০ জনের বিরুদ্ধে থানায় এফআইআর রজু করেন । অভিযোগের ভিত্তিতে জঙ্গল শেখ,তার ছেলেসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠায় কাটোয়া থানার পুলিশ । ওই বছর ১৯ শে ডিসেম্বর আদালতে চার্জ শিট জমা দেওয়া হয় । পরে দু’জন জামিনে ছাড়া পেয়ে যায় । কিন্তউ প্রধান অভিযুক্ত জঙ্গল, তার ছেলে সাদ্দাম সহ বাকি ১০ জন তখন থেকেই জেলবন্দি ছিলেন । যদিও এদিন তাদের সাবির শেখ খুনের মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত । এদিন রায় ঘোষণার পর জঙ্গল শেখদের পক্ষের আইনজীবী প্রসেনজিৎ সাহা বলেন,’আমাদের মক্কেলরা যে নির্দোষ তা আমরা প্রথম থেকেই দাবি করে আসছি । এদিন আদালতের রায় ঘোষণার পর আমাদের দাবিই সত্যি প্রমাণিত হল ।’ ওই মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে ।।