এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২২ আগস্ট : সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার পুলিশ । বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ছিলেন শ্যামাপ্রসাদবাবু । বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্বও সামলেছেন । প্রায় ৩৪ বছর ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ৷ সেই সময় পুরসভার বিভিন্ন প্রকল্পের ১০ কোটির অধিক টাকা তছরুপের অভিযোগ উঠেছে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে । ওই মামলার তাঁকে
শনিবার আটক করে পুলিশ । রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার তাঁকে গ্রেফতার করা হয় ।
বিগত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন বাঁকুড়া জেলার তৃণমূলের তৎকালীন সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় । কিন্তু নতুন দল তাঁকে টিকিট না দেওয়ায় তিনি অসন্তুষ্ট হন ৷ দলের বিরুদ্ধে কোটি টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তোলেন । ভোটে টিকিট না পেয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদবাবু । কিন্তু শত চেষ্টা করেও তাঁর আর তৃণমূলে ফেরা হয়নি । শেষ পর্যন্ত আর্থিক দূর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হল । বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপকুমার দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর ।।