প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ নভেম্বর : চিকিৎসায় আর সাড়া মিললো না । চির ঘুমের দেশে পাড়ি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বার্ধক্য জনিত অসুস্থতার জন্য কয়েকদিন আগে তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় । মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর ।রাজ্যের প্রাক্তন কারিগরী শিক্ষা,বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী রবিরঞ্জন বাবুর মৃত্যুর খবর পৌছাতেই শোকের ছায়া নেমে আসে বর্ধমানের বাসিন্দা ও রাজনৈতিক মহলে ।
রবিরঞ্জন বাবু ২০১১ সাল থেকে টানা ১০ বছর বর্ধমান দক্ষিণে বিধানসভার বিধায়ক ছিলেন ।তৃণমূলের প্রতিকে লড়েই তিনি বিধায়ক নির্বাচিত হন। একই সঙ্গে তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার দায়িত্বও সামলেছেন ।তার কার্যকালে শহর বর্ধমান ও তৎসংলগ্ন এলাকার প্রভূত উন্নয়ন সাধিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রবিরঞ্জন বাবুকে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধার চোখে দেখতেন । পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন, ‘বর্ধমানের শিক্ষা,সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতি ও উন্নয়ন কাজের জন্য রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।’।