এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১২ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন মানবসম্পদ ও তথ্য সম্প্রচার সচিব অমিত খারে । গত ৩০ সেপ্টেম্বর তিনি সচিব পদ থেকে অবসরগ্রহন করেছেন । মঙ্গলবার তাঁকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের আদেশ জারি করা হয় ।
মন্ত্রিসভার নিয়োগ কমিটি খারেকে প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে । পিএমওতে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ ভারত সরকারের সচিবের পদ ও স্কেলে করা হয়েছে । তিনি দুই বছর এই পদে বহাল থাকবেন ।
১৯৮৫ ব্যাচের এই আইএএস আধিকারিকের বিহারের পশু কেলেঙ্কারি প্রকাশ্যে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন শিক্ষানীতি ২০২০ তৈরি ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে থাকাকালীন ডিজিটাল মিডিয়া আইনের পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অমিত খারে । প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থাকা মন্ত্রিপরিষদের প্রাক্তন দুই সচিব যথাক্রমে পিকে সিনহা ও অমরজিৎ সিংহ চলতি বছরই অবসর নেন । এর পরেই পর তাঁদের স্থলাভিষিক্ত করা হল খেরেকে ।।