এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),০৫ ডিসেম্বর : দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন মালদা জেলার মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান আরতী সরকার ।শনিবার রাতে নুরপুর অঞ্চলের লালবাথানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ । রবিবার প্রাক্তন তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।
জানা গেছে,নুরপুর অঞ্চলের লালবাথানি এলাকার বাসিন্দা আরতী সরকার ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের টিকিটে লড়ে জয়লাভ করেছিলেন । দল তাঁকে নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত করে । ইতিমধ্যে তার দু’বছর আগেই রাজ্যের ক্ষমতা দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিকে প্রধান নির্বাচিত হওয়ার অব্যবহিত পরেই আরতীদেবী দলবদল করে তৃণমূলে যোগ দেন । সেই সময় তাঁর বিরুদ্ধে পঞ্চায়েতের বাকি সদস্যরা দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে তদন্তের দাবি জানায় ।
জানা গেছে,নুরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আবেদনের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মানিকচক ব্লক প্রশাসন । তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসে । এরপর ২০১৮ সালে প্রধানের বিরুদ্ধে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন বিডিও । তখন থেকেই আদালতে এনিয়ে মামলা চলছিল । সম্প্রতি আরতি সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত । সেই নির্দেশের ভিত্তিতে শনিবার রাতে আরতিদেবীকে গ্রেফতার করে পুলিশ । যদিও অভিযোগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেননি । তবে তাঁর গ্রেফতারিতে শোড়গোল পড়ে গেছে গোটা জেলা জুড়ে ।।