এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২১ জানুয়ারী : ইমরান খানের ‘ত্রুটিপূর্ণ’ নীতির কারণে পাকিস্থানে আবারও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ । প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্থানের প্রাদেশিক রাজধানী লাহোরের আনারকলি বাজারে শক্তিশালী বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং দু’জন আহত অবস্থায় হাসপাতালে মারা যায় । আহত হয় ৩৩ জন । যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে রাস্তার উপর একটি গভীর গর্তের সৃষ্টি হয় । আশপাশের বেশ কয়েকটি বাড়ির কাচের জানালা,যানবাহন ক্ষতিগ্রস্ত হয় । পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা প্রাথমিকভাবে এটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ঘোষণা করলেও পরে তদন্তে এটি একটি বোমা বিস্ফোরণ বলে তারা নিশ্চিত করে ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ সন্ধ্যায় একটি টিভি শোতে জানিয়েছেন,এই বিস্ফোরণের জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান দায় স্বীকার করেছে । তবে সন্ত্রাসী হামলার পিছনে কে ছিল তা এখনও গোয়েন্দা সংস্থাগুলি নির্ধারণ করতে পারেনি বলে তিনি জানান । এদিকে পিএমএল-এন নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে একটি টুইট বার্তায় বলেছেন, ‘আমি লাহোর বিস্ফোরণের নিন্দা জানাই এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি । (প্রধানমন্ত্রী) ইমরান খানের ভুল নীতির কারণে সন্ত্রাসবাদ আবার দেশে মাথা তুলেছে ।’ প্রসঙ্গত,২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন নওয়াজ শরিফ ।।