এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ অক্টোবর : জ্বর এবং কিছু শারীরিক দুর্বলতা নিয়ে বুধবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ । হাসপাতালের তরফে জানানো হয়েছে বর্তমানে মনমোহন সিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার একটি ট্যুইট করেছেন । প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি ডঃ মনমোহন সিংজীর সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ।’
প্রসঙ্গত,কংগ্রেসের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সদস্য ৮৯ বছরের মনমোহন সিংহ বেশ কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এমসে ভর্তি হয়েছিলেন । যদিও তিনি দ্রুত করোনা মুক্ত হন । এরপর গত সোমবার তাঁর ফের জ্বর আসে । তবে পরে তা কমেও যায় । কিন্তু তারপর থেকে তিনি দুর্বল বোধ করতে শুরু করেন। তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারছিলেন না বলে জানা গেছে ।
বুধবার জ্বর ও শারিরীক দুর্বলতার কারনে তাঁকে এইমসে ভর্তি করা হয় । কার্ডিওলজি বিভাগে ভর্তি রেখে তাঁর চিকিৎসা চলছে । ডঃ নীতিশ নায়েকের নেতৃত্বে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর । এদিন তাঁকে হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়া ।।