এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৭ ফেব্রুয়ারী : ইসলামি সংগঠন তাবলিগী জামাতকে ২০২১ সালে নিষিদ্ধ করেছিল সৌদি আরব । সৌদি আরব এই ইসলামিক সংগঠনকে ‘সন্ত্রাসের প্রবেশদ্বার’ বলে অভিহিত করেছিল। ভারত সহ অন্যান্য দেশেও তাবলিগী জামাতের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে । এহেন একটি সংগঠনের সমাবেশে গিয়ে চা উপভোগ করতে এবং পরে নিশ্চিন্তে ঘুমতে দেখা গেছে পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদিকে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,গত শুক্রবার(১০ ফেব্রুয়ারী ২০২৩) করাচিতে তাবলিগী জামাতের বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল । কর্মসূচিতে হাজার হাজার মুসল্লি অংশ নেয় । সিন্ধুর গভর্নর কামরান তেসরি এবং এমকিউএম নেতা খালিদ মকবুল সিদ্দিকীও উপস্থিত ছিলেন। আর তাদের মাঝেই দেখা গিয়েছিল শহীদ আফ্রিদিকে । তাবলিগ জামাতের এই সমাবেশে মানুষ বিশেষ মোনাজাত করেন এবং ইসলামের বাণী প্রচার করা হয় ।
প্রসঙ্গত,তাবলিগী জামাত হল একটি বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন যা নবী মুহাম্মদের সময়কালে মুসলমানদেরকে ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানায় । এই সংস্থার পোষাক এবং ব্যক্তিগত আচরণের উপর বিশেষ নজর দেওয়া হয় । এটিকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইসলামী ধর্মীয় আন্দোলন হিসেবে বিবেচনা করা হয় ।ইজতেমা হল মুসলমানদের শক্তি প্রদর্শন । ইসলামি তীর্থ হজের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামাতে পরিণত হয়েছে । ২০২০ সালে মার্চ মাসের প্রথমার্ধে দিল্লির নিজামুদ্দিন মারকাজে একটি ইজতেমার আয়োজন করা হয়েছিল। তখন ছিল করোনা মহামারীর যুগ। ইজতেমায় ভিড় দেখে করোনা ছড়ানোর কথা বলা হয় তখন । আর বাস্তবে ঘটেছিলও তাই । পরে অনুষ্ঠানে যোগদানকারী, তাদের পরিবারের সদস্য এবং তাদের সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের করোনা পজিটিভ পাওয়া যায় । এই কারণে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যায় ।।