এইদিন ওয়েবডেস্ক,লাহোর,০৫ মার্চ : উপহার ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে রবিবার লাহোরে জামান পার্কে তার বাসভবনের প্রবেশদ্বারের বাইরে দেখা গেছে পুলিশ কর্তাদের । পুলিশের পিছু পিছু দেখা গেছে ইমরান খানের দলের প্রচুর কর্মী ও সমর্থকদেরও । রবিবার একের পর এক টুইট বার্তায় পুলিশ বলেছে যে ইমরান খান গ্রেফতারি এড়িয়ে যাচ্ছেন । পুলিশ সুপার বলেন,’পুলিশ তার কক্ষে গিয়েছিল কিন্তু ৭০ বছর বয়সী ইমরান খান সেখানে ছিলেন না ।’
প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারের বেআইনি ক্রয় ও বিক্রয়ের মামলায় মঙ্গলবার ইসলামাবাদের একটি দায়রা আদালতে শুনানি হয় । কিন্তু শুনানি এড়িয়ে যাওয়ার কারনে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত । ইমরান খানকে গ্রেফতার করতে রাজধানী ইসলামাবাদ থেকে পুলিশ কর্মকর্তারা রবিবার সকালেই তার বাসভবনের সামনে এসে জড়ো হয়ে যায় । পাশাপাশি গ্রেফতারির প্রতিবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শতাধিক সদস্য জড়ো হয় সেখানে । ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আকবর নাসির খান জিও নিউজ টিভি চ্যানেলকে বলেছেন,’পুলিশের টিম খানকে গ্রেপ্তার করতে লাহোরে গিয়েছিল, শুধু ওয়ারেন্ট পরিবেশন করতে নয় । জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার প্রথম পদক্ষেপ ছিল অভিযুক্তকে নোটিশ দেওয়া এবং অবিলম্বে গ্রেপ্তার করা।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে সংসদীয় আস্থা ভোটে ইমরান খানকে অপসারণ করা হয় । তারপর থেকে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির কয়েক ডজন মামলা রজু হয় ।।