এইদিন ওয়েবডেস্ক,১৩ নভেম্বর : ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীর অবদান থেকে শুরু করে দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘উদ্ভট’ মন্তব্য করে প্রায়শই বিতর্কে জড়াতে দেখা গেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজুকে । উর্দু ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের একবার খবরের শিরোনামে এই বৃদ্ধ বিচারপতি । আসলে শনিবার (১২ নভেম্বর ২০২২) রাত্রি ১২.৫৩ নাগাদ একটি টুইট করেছেন কাটজু । তাতে তিনি দাবি করেছেন,’১৯৪৭ সালের আগে উর্দু ছিল শহুরে ভারতের বড় অংশের শিক্ষিত শ্রেণীর, হিন্দু, মুসলিম বা শিখদের ভাষা। পরবর্তীতে, কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা প্রচার করে যে এটি শুধুমাত্র মুসলমানদের একটি বিদেশী ভাষা। যার ফলে উর্দু প্রায় গণহত্যার শিকার হয় ।’
তাঁর এই মন্তব্য এক শ্রেণীর মানুষ সমর্থন করলেও বহু মানুষ প্রাক্তন এই বিচারপতিতে কড়া ভাষায় নিন্দা করেছেন । আইনজীবি ধনঞ্জয় জুনারকর লিখেছেন, ‘স্যার, আপনি আপনার বিচারে খুব সুন্দর উর্দু কবিতা এবং শব্দ ব্যবহার করেছেন। ভালো কবিতা পোস্ট করুন। আমাদের কাজে লাগবে। উদাহরণ – মরার ইচ্ছায় মরে যাওয়া/ মৃত্যু আসে কিন্তু আসে না -মির্জা গালিব ।’
অনুরাগ অরোরা লিখেছেন,’পৃথিবীর একটা বোঝা, তবুও… আসে না ।’ একজন ইউজার্স লিখেছেন, ‘কোন মাদ্রাসায় পড়াশোনা করে ও বিচারক হয়েছিল ?’ অনিক নামের এক ইউজার্স লিখেছেন,’তামিল ও সংস্কৃত ছিল মূলত শিক্ষিত শ্রেণীর ভাষা। উর্দু এসেছে দ্বাদশ শতাব্দীর অনেক পরে। আমার ধারণা, ভারত যে একটি পুরানো সভ্যতা ছিল এটা জানার মত যথেষ্ট শিক্ষা আপনার আছে ।’।