এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৮ জুলাই : দেশের উচ্চকক্ষের নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । তাঁর বুকে গুলি লেগেছে বলে জানা গেছে । জাপানের এনএইচকে ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে,শুক্রবার (৮ জুলাই ২০২২) স্থানীয় সময় সকাল ১১.৩০ নাগাদ জাপানের নারা শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন আবে । সেই সময় এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায় । একটি গুলি সরাসরি আবের বুকে গিয়ে লাগে । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় । পাশাপাশি আটক করা হয় সন্দেহভাজন হামলাকারীকে ।
উল্লেখ্য,শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন । অসুস্থ স্বাস্থ্যের কারণে ২০২০ সালের আগস্টে তিনি পদত্যাগ করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বন্ধু আবে । গত বছর ভারত শিনজো আবেকে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করেছিল । ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু আবে শিনজোর উপর হামলায় আমি গভীরভাবে ব্যথিত । আমাদের শুভ চিন্তা ও প্রার্থনা তাঁর, তাঁর পরিবার এবং জাপানের জনগণের সাথে রয়েছে ।’।