এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৮ জুলাই : শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার স্বীকার করলে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে । শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে একটি পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি ছোড়ে এক দুষ্কৃতী । একটি বুলেট শিনজো আবের বুকে লাগে । তিনি রক্তাক্ত অবস্থায় মঞ্চের মধ্যে লুটিয়ে পড়েন । এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিছু প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল । শেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিনজো আবের । প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে ধরা হয় জাপানকে । কিন্তু দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর হামলা সবাইকে হতবাক করে দিয়েছে । এদিকে ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে ।
শিনজো আবে ১৯৫৪ সালে জাপানের কান্তাইতে জন্মগ্রহণ করেন । সেকি বিশ্ববিদ্যালয়ে এবং পরে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করেছেন তিনি । ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথমবারের মতো জাপানের প্রধানমন্ত্রী হন আবে । পরে তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সেপ্টেম্বর পর্যন্ত আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন । জাপানের ইতিহাসে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে শিনজো আবের দখলে । তিনি ৯ বছর লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন । এছাড়া ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি । শিনজো আবে জাপানের ৫৭ তম প্রধানমন্ত্রী ছিলেন ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত শিনজো আবে তাঁর মেয়াদ কালে সবচেয়ে বেশি ভারত সফর করেছেন। তাঁর প্রথম মেয়াদে (2006-07) প্রথম ভারত সফর করেছিলেন । দ্বিতীয় মেয়াদে (2012-2020) তিনবার ভারত সফর করেছিলেন । ২০১৪ সালের জানুয়ারি,২০১৫ সালের ডিসেম্বর এবং ২০১৭ সালের সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিলেন শিনজো আবে ।।