এইদিন স্পোর্টস নিউজ,২৬ আগস্ট : ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ সভেন গোরান এরিকসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। আজ সোমবার (২৬ আগস্ট ২০২৪) এরিকসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার এজেন্ট বো গুস্তাবসন ।চলতি বছরের জানুয়ারিতে নিজের ক্যানসার হওয়ার কথা প্রকাশ করেন গোরান এরিকসন। সে সময় তিনি বলেছিলেন, তার হাতে সর্বোচ্চ এক বছর সময় আছে। তবে ৮ মাস যেতে না যেতেই মারা গেলেন তিনি ।
ইংল্যান্ডের প্রথম নন-ব্রিটিশ কোচ ছিলেন এরিকসন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করেছেন । তার অধীনে ৫ বছরের মধ্যে ৩টি বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড ছাড়াও গত চার দশকে ১৬টি দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন এরিকসন । তার অধীনে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি, এএস রোমা এবং লাৎসিও । এর মধ্যে ১৯৯৯-২০০০ মৌসুমের লাৎসিওর হয়ে সিরি ‘আ’র শিরোপা জেতেন তিনি। কোচ হিসেবে সবার কাছে বেশি পরিচিত হলেও, খেলোয়াড়ি জীবনে এরিকসন ছিলেন একজন ডিফেন্ডার। সুইডেনের তিনটি ক্লাবে মোট ১৫০টি ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন গোরান এরিকসন।।