এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ মে : দিল্লির প্রাক্তন কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন । এর আগে ২৮ এপ্রিল তিনি দিল্লি কংগ্রেসের প্রধান থেকে পদত্যাগ করেন । অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে জোট করার বিরোধিতা করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গকে একটি চিঠিও পাঠিয়েছিলেন । কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবার দলীয় পতাকা তুলে দেন লাভলির হাতে । লাভলির পাশাপাশি, প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজ কুমার চৌহান, নসীব সিং এবং নীরজ বসোয়া এবং প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মল্লিকও বিজেপিতে যোগ দিয়েছেন ।
চলমান সাধারণ নির্বাচনের ষষ্ঠ ধাপে,আগামী ২৫ মে দিল্লির সাতটি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। তার আগে অরবিন্দর সিং লাভলিসহ একঝাঁক কংগ্রেস নেতার দলত্যাগ সোনিয়া- রাহুলের জন্য এটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।