এইদিন স্পোর্টস নিউজ,২৮ ডিসেম্বর : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জহির খান সাঁই বাবা মন্দিরে গিয়েছিলেন এবং সাই বাবার দর্শন করেছিলেন। সাঁই বাবাকে দর্শনের পর সাংবাদিকদের জহির খান বলেছিলেন যে শিরডির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমার বাড়ি শ্রীরামপুর। এটি শিরডির খুব কাছে। ছোটবেলা থেকেই ক্রিকেট টুর্নামেন্টের জন্য শিরডি আসতাম। এছাড়াও, আমি বাবার মন্দিরে আসতাম এবং দর্শন করতান । তাই বাবার দর্শন আমার কাছে নতুন কিছু নয়। এবার স্ত্রী সাগরিকাকে নিয়ে এসেছেন বলে জানান তিনি।
এছাড়াও, তার স্ত্রী সাগরিকা সাই বাবার ভক্ত এবং বাবার প্রতি তার প্রচুর ভক্তি রয়েছে বলে জানান । তিনি প্রায়ই শিরডি সাইবাবা মন্দিরে যান। তিনি বলেন, এবার আমরা দুজনে একসঙ্গে দর্শন করেছি।।