এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ অক্টোবর : দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদী । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর । কিছুদিন আগে তার হাঁটুতে অস্ত্রোপচার হয় । এরপর তার অবস্থার অবনতি হতে থাকে এবং আজ সোমবার মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের ।
১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় বিষেণ সিং বেদীর। ১৫ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। শুরু করে উত্তর পঞ্চাবের ঘরোয়া ক্রিকেট দিয়ে। ১৯৬৮-৬৯ সালে দিল্লির হয়ে খেলতে শুরু করেন। এর পাশাপাশি দীর্ঘদিন ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেন । ভারতের হয়ে মোট ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । এই সময়ে তিনি ২৭৩ টি উইকেট নিয়েছিলেন। বেদীকে ভারতীয় টেস্ট ইতিহাসের সেরা স্পিনারদের মধ্যে বিবেচনা করা হয়। দেশের হয়ে অনেক ম্যাচ জিতেয়েছেন নিজের দৌলতে। বিষন সিং বেদির চার সন্তান ছিল। অঙ্গার বেদি, গাভাস ইন্দর বেদি, নেহা বেদি এবং গিলিন্দর বেদি। অঙ্গদ বেদী এবং তার স্ত্রী নেহা ধুপিয়া ভারতীয় চলচ্চিত্র জগতে সুপরিচিত নাম ।।