এইদিন ওয়েবডেস্ক,ঝালদা(পুরুলিয়া),১২ অক্টোবর : রহস্যজনকভাবে মৃত্যু হল পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর(৪২) । শুক্রবার, মহানবমীর রাতে ঝালদা শহরের স্টেশন রোডের বাড়িতে নিজের ঘরে পূর্ণিমাদেবীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে তড়িঘড়ি ঝালদা-১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ণিমাদেবীর স্বামী কংগ্রেস নেতা তপন কান্দুর ২০২২ সালের মার্চ মাসে গুলিতে মৃত্যু হয় । ঠিক তার দু’বছরের পূর্ণিমাদেবীর রহস্যজনক মৃত্যুতে সন্দেহের উদ্রেগ হয়েছে ।
প্রসঙ্গত,ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন তপন কান্দু। ২০২২ সালের ১৩ মার্চ বিকেলে হাঁটতে বেড়িয়ে গোকুলনগর গ্রামের কাছে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে প্রকাশ্যে তপন কান্দুকে লক্ষ্য করে গুলি করে খুন করে পালায় দুষ্কৃতীরা । ওই খুনের ঘটনায় এযাবৎ ৭ জন গ্রেপ্তার করা হয়েছে । বর্তমানে মামলাটি সিবিআইয়ের হাতে । এর মাঝেই তার স্ত্রী পূর্ণিমা কান্দুর রহস্যজনক মৃত্যুতে পুরুলিয়ার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
ঝালদা শহরের ১২নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন পূর্ণিমা কান্দু । বেশ কয়েক মাস উপ পুরপ্রধানের দায়িত্বও পালন করেন তিনি । গত বছর পুরসভার পাঁচ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরই উপ প্রধানের পদে ইস্তফা দেন পূর্ণিমা ।
কংগ্রেসের এই দাপুটে নেত্রীর শুক্রবার রহস্যময় মৃত্যুতে বিভিন্ন প্রশ্ন উঠছে৷ কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান,সন্ধে অবধি পূর্ণিমাদেবী ভালোই ছিল বলেই শুনেছি। দুর্গাপূজার জন্য ছেলেমেয়েরা তখন বাড়ির বাইরে ছিল । তারা বাড়ি ফিরে এসে দেখে যে তাদের মা নিস্তেজ অবস্থায় পড়ে আছেন ৷ ডাক্তাররাও প্রাথমিকভাবে মৃত্যুর কারন সম্পর্কে কিছু বুঝতে পারছেন না । এখন ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারন স্পষ্ট হবে বলে তিনি মনে করছেন।।