এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২১ আগস্ট : ২০১৮ সালের একটি মামলার দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলের হামলার মুখে পড়তে হল বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে । তাঁর গাড়িকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি তারা বিক্ষোভও দেখায় । যদিও তার কোনও আঘাত লাগেনি।
প্রসঙ্গত,২০১৮ সালে তৃণমূল যুব ও মাদার তৃণমূলের দ্বন্দ্বের জেরে খুন হন আবু মিয়াঁ নামে এক তৃণমূলকর্মী । সেই সময় তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন নিশীথ প্রামাণিক ৷ ওই খুনের মামলায় নিশীথ প্রামাণিক সহ ৪১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় । আজ বৃহস্পতিবার সেই মামলায় আদালতে হাজিরা দিতে আসেন নিশীথ প্রামাণিক৷ তার আগেই কিছু তৃণমূল কর্মী আদালত চত্বরের বাইরে হাতে কালো পতাকা নিয়ে জড়ো হয়। নিশীথ প্রামাণিকের গাড়ি ঢোকার সাথে সাথেই তারা বিক্ষোভের পাশাপাশি ব্যাপক ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । যদিও কঠোর পুলিশি নিরাপত্তা থাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
হাজিরা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে নিশীথ প্রামাণিক বলেন,’২০১৮ সালের একটা কেস, রাজনৈতিক ষড়যন্ত্রের ধারা দেওয়া হয়েছে । অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার পিছনে চক্রান্তকারী৷ ভারতবর্ষে এখনো পর্যন্ত কেউ এই ধারায় সাজা পাইনি বা হয়নি । এটা সম্পূর্ণ মিথ্যা মামলা,আগামী কাল রায় ঘোষণা হওয়ার পর বুঝতে পারবেন ।’।

